Thursday, September 4, 2014

ইথারের রঙ (ইথার ১)

শূন্য ভিত্তির অংক কয়টি??
দশ ভিত্তির অংক দশটি (-), আট ভিত্তির অংক আটটি(-), এক ভিত্তির অংক ১টি ()। তাহলে শূন্য ভিত্তির অংক কয়টি??
অসম্ভব । কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল সবসময় শূন্য এর চেয়ে বড় হবে যদি না সংখ্যাটি শূন্য হয়।

আচ্ছা এলিয়েনদের সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

এলিয়েনরা যোগ বিয়োগ করতে পারে?

ত্রিদিব ছেলেটার মাথায় দুটো জিনিস ঘুরে, এক গণিত আর এলিয়েন। এলিয়েনরা গণিতের কতটুকু জানে, ক্যালকুলাস করতে পারে নাকি, অসীম এর ধারণা জানে নাকি - এইসব চিন্তায় তার দিন রাত শেষ হয়ে যায়। 
 
ঈশ, খুব ভালো হত যদি ভূত প্রেত দের কোন সমীকরণ দিয়ে প্রকাশ করা যেতো। আসলেই কি যায়?  
এমনটাও তো হতে পারে আমাদের বুদ্ধি ততদুর যায়নি।

তবে কি মানুষেরও ভিত্তি আছে? এক ভিত্তিতে আমরা একরকম আর এক ভিত্তিতে আমরা অন্য জগতে বাস করছি?  
সব ভিত্তি সমান্তরাল ভাবে চলছে, কেউ কারো সাথে ছেদ করছে না?
সম্ভব নাকি অসম্ভব?
অসম্ভব হলে কতটুকু অসম্ভব? কিছুটা নাকি পুরোটাই?

ঘুম। হ্যাঁ, ঘুমেরও কী গণিত আছে? ঘুমের গণিত কী নাম্বার থিওরি নাকি প্রবাবিলিটি? নাকি ইমাজিনারি নাম্বার?

No comments:

Post a Comment

Thanks - Jajabor, 2014