Monday, December 1, 2014

ব্যর্থতা

"স্কুলে পড়ে কিছু শিখি নাই, এটা আমার ব্যর্থতা।"
--- কথাটা অনেক গুরুতপূর্ণ। নতুন করে চিন্তা করলাম। পারসপেক্টিভ বদলে দিয়েছে কথাটা।

Friday, September 19, 2014

Install Bangla Fonts in Linux based OS

To install bangla fonts in any Linux based operating system, select the script below, paste into terminal and press enter:

The followed bangla fonts will be installed:
  • Kalpurush
  • BanSen
  • BanSenHandWriting
  • Lohit
  • SolaimanLipi
  • AdorshoLipi
  • Bangla
  • SutonnyMJ
File size: 1.1 MB
Tested in Ubuntu 14.04

Thursday, September 18, 2014

ইথারের কালো (ইথার ৫)

আমরা বাদাম খেয়ে খোসা গুলো প্যাকেট করে ডাস্টবিনে ফেলি না কেন?

চকলেট এর প্যাকেট তো প্যান্টের পকেটে নিয়ে আসতে পারি বাসার ডাস্টবিন ভর্তি করার জন্য।

বাসের টিকেট রাস্তায় ফেলি কেন?

- আপনার পরিচয়?
- আমই মানুষ।
- মানে কী করেন?
- লেখি।
- মানে লেখক? কী লিখেন?
- কোড লেখি।

কাঁপা হাতে ত্রিদিব সিগারেটটা নিভিয়ে দেয়। তার চিন্তা হয় চিন্তা নিয়া। আচ্ছা চিন্তাধারা কী অসীম ধারা নাকি সসীম ধারা? চিন্তা কী ভেক্টর রাশি নাকি স্কেলার? চিন্তার গতিপথ কী সরলরৈখিক নাকি বক্রতায় প্যাঁচানো??
ইন্টারনেটের স্পিড বাড়ানোর কোন অ্যামপ্লিফায়ার নাই?


জ্যোৎস্না = রোদ এর ডেরিভাটিভ।

ইথারের সবুজ (ইথার ৪)

বিবেকের গ্রাফ কী সাইন ওয়েভ নাকি x2 এর ডেরিভেটিভ?
ব্যর্থতার দায় ক্রেমারের, নিচে শূন্য হলে অনির্ণেয়।
পেজা তুলোর মেঘ ছোঁব...
মেঘেদের রাজ্যে রাজা নেই? মহারাজাও নেই??
ত্রিদিবের এই মূহুর্তে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করছে। আর ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করছে।
আচ্ছা, বৃষ্টিতে ভিজতে ভিজতে জ্যোৎস্না দেখা যায় না?
রোদ্দুর মাপার যন্ত্র নেই।

sine wave
f(x) = x^2;
d/dx f(x) = 2x

2x + 4y = a ------ (i)
5x + 10y = b ------- (ii)
ক্রেমারের রুল দিয়ে এটা সমাধান করা যায় না। 
কারণ 
|2   4|
|5  10|
এটা শূন্য।

Thursday, September 4, 2014

ইথারের লাল (ইথার ৩)


শিশিরের গা ভিজে যায় বৃষ্টিতে।

কল্পনায় রঙ নেই?

আচ্ছা, সংখ্যা কী কখনো মিথ্যে হয়?

কেন? সংখ্যা যদি বাস্তব হতে পারে, সংখ্যা যদি জটিল হতে পারে তবে মিথ্যে হতে দোষ কি?

ত্রিদিব একটি অত্যাধুনিক হাঁদা কম্পিউটার নিয়ে এসেছে। বোকাটা কথার জবাব দেয় না। কিচ্ছু খায় না। ঈশ, হাঁদাটা যদি কথা বলতে পারতো ত্রিদিব এর সাথে...

কল্পনার ডানায় কী ইঞ্জিন লাগানো নাকি পাখিদের মত ডানা মেলে ঘুরে বেড়ায়?

অনুভুতি কী রঙ্গিন? নাকি রঙেদের অনুভূতি নেই?


ইথারের নীল (ইথার ২)


ঘুমের বর্গমূল কী অলসতা?

বিল্ডিং গুলো সেন্ট্রির মত পাথরের শহরটাকে পাহারা দিচ্ছে, নেটওয়ার্ক টাওয়ারের বেয়োনেট উঁচিয়ে ।

সেন্ট্রিদের গা ধুয়ে দিচ্ছে বৃষ্টি।

এক ঘন এককে বৃষ্টির ফোঁটা কতগুলো?

আবেগকে গণিতের ছকে ফেলা যায় না? ওজনও করা যায় না? যেমন এইমুহুর্তে ত্রিদিবের এক কিলো রাগ আর হাফ কিলো অভিমান হচ্ছে।

এক পৃষ্ঠার বইও কী হয় না? ফ্রন্ট কাভার আর ব্যাক কাভার এর মাঝখানে একটা মাত্র পাতা থাকবে, যেখানে একটাই গল্প থাকবে, ইথারের গল্প।

ইথারের গল্প এতো ছোটো কেন?

ইথারের রঙ (ইথার ১)

শূন্য ভিত্তির অংক কয়টি??
দশ ভিত্তির অংক দশটি (-), আট ভিত্তির অংক আটটি(-), এক ভিত্তির অংক ১টি ()। তাহলে শূন্য ভিত্তির অংক কয়টি??
অসম্ভব । কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল সবসময় শূন্য এর চেয়ে বড় হবে যদি না সংখ্যাটি শূন্য হয়।

আচ্ছা এলিয়েনদের সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

এলিয়েনরা যোগ বিয়োগ করতে পারে?

ত্রিদিব ছেলেটার মাথায় দুটো জিনিস ঘুরে, এক গণিত আর এলিয়েন। এলিয়েনরা গণিতের কতটুকু জানে, ক্যালকুলাস করতে পারে নাকি, অসীম এর ধারণা জানে নাকি - এইসব চিন্তায় তার দিন রাত শেষ হয়ে যায়। 
 
ঈশ, খুব ভালো হত যদি ভূত প্রেত দের কোন সমীকরণ দিয়ে প্রকাশ করা যেতো। আসলেই কি যায়?  
এমনটাও তো হতে পারে আমাদের বুদ্ধি ততদুর যায়নি।

তবে কি মানুষেরও ভিত্তি আছে? এক ভিত্তিতে আমরা একরকম আর এক ভিত্তিতে আমরা অন্য জগতে বাস করছি?  
সব ভিত্তি সমান্তরাল ভাবে চলছে, কেউ কারো সাথে ছেদ করছে না?
সম্ভব নাকি অসম্ভব?
অসম্ভব হলে কতটুকু অসম্ভব? কিছুটা নাকি পুরোটাই?

ঘুম। হ্যাঁ, ঘুমেরও কী গণিত আছে? ঘুমের গণিত কী নাম্বার থিওরি নাকি প্রবাবিলিটি? নাকি ইমাজিনারি নাম্বার?

Monday, April 21, 2014

Mount a ntfs partion in Ubuntu, Linux

Generally no file can be executed at a pendrive or at a separate partition in Linux, unless it is mounted with proper permissions. The default mount (clicking on a pendrive or partition mounts automatically) does not provide necessary permission due to security issue.
This problem can be override by the following commands.

  1. First we need to find out our media to be mounted.
    fdisk -l
    This command gives a list of devices currently connected. Prompting this command at my terminal gives output:
    Disk /dev/sda: 500.1 GB, 500107862016 bytes
    255 heads, 63 sectors/track, 60801 cylinders, total 976773168 sectors
    Units = sectors of 1 * 512 = 512 bytes
    Sector size (logical/physical): 512 bytes / 4096 bytes
    I/O size (minimum/optimal): 4096 bytes / 4096 bytes
    Disk identifier: 0xfa61dadb
    
       Device Boot      Start         End      Blocks   Id  System
    /dev/sda1   *   376006656   976773119   300383232    7  HPFS/NTFS/exFAT
    /dev/sda2            2046   376006655   188002305    5  Extended
    Partition 2 does not start on physical sector boundary.
    /dev/sda5            2048   360380415   180189184   83  Linux
    /dev/sda6       360382464   376006655     7812096   82  Linux swap / Solaris
    
    Partition table entries are not in disk order
    
    Suppose we are going to mount /dev/sda1.

  2. Now we have to define a mount point where that partition is going to be mounted. I will mount it into /media/Partition directory. The following command will create that directory.
    mkdir -p /media/Partition

  3. Finally, the following command will mount our partition.
    sudo mount -t ntfs -o nls=utf8,umask=000 /dev/sda1 /media/Partition
    We are mounting ntfs type partition or device, full list of supported type can be found at manual page of "mount" command. Umask = 000 means it allows read, write and execute permission for all (security risk).
Thats it. We have just mounted an ntfs file system into readable, writable, and executable mode.

Sunday, April 20, 2014

Software list for my new Ubuntu 14.04 Trusty Tahr

Just finished installation of Ubuntu 14.04 in my laptop, making only OS of my computer system. I think I'll make a review later, but right now I'll make a list of new softwares I am installing now.
  • VIM
  • VLC Player
  • Codeblocks
  • Terminator - a command interpreter
  • Ubuntu Restricted Extras
  • Google Chrome - my secondary browser
  • Oracke JDK
  • Xampp
  • Php-Storm
  • Eclipse
  • Android Studio
  • Avro
  • Shutter - Screen Capture
  • Gimp - Image Editor
  • qBitTorrent
  • Dropbox
  • Google Drive Ocamlfuse - Google Drive Client for Linux [Currently using Grive]
  • Grive (Google drive client)
  • Okular (Document Viewer, Specially for PDF)
  • todo-indicator (task manager)
  • Texmaker (LaTex Editor)
  • Weka (Data Analysis Tool)

Monday, January 13, 2014

Installing JDK, JRE in Ubuntu

Installation of "default-jdk" using "apt-get" was perfect though in my system it was showing that OpenJdk 6 was installed. I did not wanted it and deleted it from Software Manager. Unfortunately, uninstalling OpenJdk 6 installs OpenJdk 7!!!
I was searching for a solution on the web. Then I found the following link. It describes how to install Oracle Jre and Jdk. This link is so helpful.

http://www.wikihow.com/Install-Oracle-Java-JDK-on-Ubuntu-Linux

Thanks - Jajabor, 2014