Thursday, September 4, 2014

ইথারের নীল (ইথার ২)


ঘুমের বর্গমূল কী অলসতা?

বিল্ডিং গুলো সেন্ট্রির মত পাথরের শহরটাকে পাহারা দিচ্ছে, নেটওয়ার্ক টাওয়ারের বেয়োনেট উঁচিয়ে ।

সেন্ট্রিদের গা ধুয়ে দিচ্ছে বৃষ্টি।

এক ঘন এককে বৃষ্টির ফোঁটা কতগুলো?

আবেগকে গণিতের ছকে ফেলা যায় না? ওজনও করা যায় না? যেমন এইমুহুর্তে ত্রিদিবের এক কিলো রাগ আর হাফ কিলো অভিমান হচ্ছে।

এক পৃষ্ঠার বইও কী হয় না? ফ্রন্ট কাভার আর ব্যাক কাভার এর মাঝখানে একটা মাত্র পাতা থাকবে, যেখানে একটাই গল্প থাকবে, ইথারের গল্প।

ইথারের গল্প এতো ছোটো কেন?

No comments:

Post a Comment

Thanks - Jajabor, 2014