Thursday, September 18, 2014

ইথারের সবুজ (ইথার ৪)

বিবেকের গ্রাফ কী সাইন ওয়েভ নাকি x2 এর ডেরিভেটিভ?
ব্যর্থতার দায় ক্রেমারের, নিচে শূন্য হলে অনির্ণেয়।
পেজা তুলোর মেঘ ছোঁব...
মেঘেদের রাজ্যে রাজা নেই? মহারাজাও নেই??
ত্রিদিবের এই মূহুর্তে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করছে। আর ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করছে।
আচ্ছা, বৃষ্টিতে ভিজতে ভিজতে জ্যোৎস্না দেখা যায় না?
রোদ্দুর মাপার যন্ত্র নেই।

sine wave
f(x) = x^2;
d/dx f(x) = 2x

2x + 4y = a ------ (i)
5x + 10y = b ------- (ii)
ক্রেমারের রুল দিয়ে এটা সমাধান করা যায় না। 
কারণ 
|2   4|
|5  10|
এটা শূন্য।

No comments:

Post a Comment

Thanks - Jajabor, 2014