Thursday, September 18, 2014

ইথারের কালো (ইথার ৫)

আমরা বাদাম খেয়ে খোসা গুলো প্যাকেট করে ডাস্টবিনে ফেলি না কেন?

চকলেট এর প্যাকেট তো প্যান্টের পকেটে নিয়ে আসতে পারি বাসার ডাস্টবিন ভর্তি করার জন্য।

বাসের টিকেট রাস্তায় ফেলি কেন?

- আপনার পরিচয়?
- আমই মানুষ।
- মানে কী করেন?
- লেখি।
- মানে লেখক? কী লিখেন?
- কোড লেখি।

কাঁপা হাতে ত্রিদিব সিগারেটটা নিভিয়ে দেয়। তার চিন্তা হয় চিন্তা নিয়া। আচ্ছা চিন্তাধারা কী অসীম ধারা নাকি সসীম ধারা? চিন্তা কী ভেক্টর রাশি নাকি স্কেলার? চিন্তার গতিপথ কী সরলরৈখিক নাকি বক্রতায় প্যাঁচানো??
ইন্টারনেটের স্পিড বাড়ানোর কোন অ্যামপ্লিফায়ার নাই?


জ্যোৎস্না = রোদ এর ডেরিভাটিভ।

No comments:

Post a Comment

Thanks - Jajabor, 2014