Thursday, September 4, 2014

ইথারের লাল (ইথার ৩)


শিশিরের গা ভিজে যায় বৃষ্টিতে।

কল্পনায় রঙ নেই?

আচ্ছা, সংখ্যা কী কখনো মিথ্যে হয়?

কেন? সংখ্যা যদি বাস্তব হতে পারে, সংখ্যা যদি জটিল হতে পারে তবে মিথ্যে হতে দোষ কি?

ত্রিদিব একটি অত্যাধুনিক হাঁদা কম্পিউটার নিয়ে এসেছে। বোকাটা কথার জবাব দেয় না। কিচ্ছু খায় না। ঈশ, হাঁদাটা যদি কথা বলতে পারতো ত্রিদিব এর সাথে...

কল্পনার ডানায় কী ইঞ্জিন লাগানো নাকি পাখিদের মত ডানা মেলে ঘুরে বেড়ায়?

অনুভুতি কী রঙ্গিন? নাকি রঙেদের অনুভূতি নেই?


No comments:

Post a Comment

Thanks - Jajabor, 2014